বুকের ভিতরে তুমুল জলোচ্ছ্বাস
- এমদাদ েহাসেন

এই যে বসে আছো মন খারাপ নিয়ে
শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, আর মাইগ্রেনের কথা নাই বললাম।
খুব অভিমান, অযত্নে পুড়ে যাচ্ছ তুমি—
কেউ দেখছে না, কেউ বলছে না—এই সব বেদনার দুদিন।

অথচ নিজের ভিতরে ভূকম্পন হচ্ছে,
উলটেপালটে যাচ্ছে ব্যক্তিগত পৃথিবী;
এসব খবর কেউ রাখছে না, আর এসব অবহেলা
অপমানে বুকের ভিতরে তুমুল জলোচ্ছ্বাস।

পালতোলা নৌকার মতো দুমড়ে-মুচড়ে যাচ্ছ তুমি।
কেউ রাখছে না খোঁজ, খুব করে চাইছো
কেউ খোঁজ নিক, সত্যি সত্যি না হোক, ভান করে হলেও খোঁজ নিক।

একবার হলেও জিজ্ঞেস করুক তোমার
জ্বর আসা অথবা মাইগ্রেনের ব্যথার কথা।
ভান করে হলেও। ভান করে হলেও জিজ্ঞেস করুক কেউ।


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।